About Us

Help today because tomorrow you may be the one who
needs more helping!

about image

মঙ্গলদ্বীপ সেবাশ্রম সংঘ

পশ্চিমবঙ্গের বর্তমানের দক্ষিন দিনাজপুর জেলার পতিরাম থানার বাউল গ্রামে দরিদ্র কৃষক স্বর্গীয় শ্রী বনমালী শীল এবং স্বর্গীয় শ্রীমতী শঙ্করী শীলের বাস। দুজনেই ধর্মপরায়ন , ক্ষৌরকর্ম এবং সামান্য কৃষি নিয়ে দুই পুত্র এবং তিন কন্যা সহ সাতজনের পরিবারে 1974 খৃষ্টাব্দের 1লা জানুয়ারি মঙ্গল বারে পরিবারে পরিবারে কনিষ্ঠ বা ষষ্ঠ সন্তান হয়ে বংশমর্যাদা বৃদ্ধি করার জন্য জন্ম নেন আজকের স্বামী মঙ্গলানন্দ মহারাজ।

আশ্রমিক পরিবেশে বেড়ে ওঠা মনি [ মনিন্দ্রনাথ শীল মহারাজের বাল্য শরীরে নাম] স্বাভাবিক কারনেই তৎকালীন ভারত সেবাশ্রম সংঘের সহ সভাপতি স্বামী হিরন্ময়ানন্দজীর সান্বিধ্যে আসেন এবং সাংসারিক ধর্মে যোগ দেবার পরেও বৈরাগ্য প্রবনতা সংসারে আবদ্ধ থাকতে দিলো না। 2000 সালের মাঘি পূর্নিমাতে সন্যাস গ্রহন করেন।

দেশ ভাগের স্বীকার হয়ে হিন্দু উদ্বাস্তু পরিবারের দুখঃ, দূর্দশা, কষ্ট সত্বেও নিজেদের ধর্মানুশীলনের তীব্র স্পৃহাকে সহযোগীতা করার জন্য 2000 সালেই প্রতিষ্ঠা করেন মঙ্গলদ্বীপ সেবাশ্রম সংঘ।

আমাদের সম্পর্কে আরও

আমাদের প্রকল্পো

আত্মনির্ভর শিক্ষা, প্রাকৃতিক স্বাস্থ্য ও কৃষি, গোপালন, গ্রামীণ জ্ঞানকেন্দ্র, নেশামুক্ত সমাজ, নারীর সুরক্ষা, বৃক্ষরোপণ,
আইন ও পরিবেশ সচেতনতা, যৌথপরিবার, কৃষি ও ঋষি সংস্কৃতির পুনর্জাগরণ।

team

Jonathan Smith Communicator

team

Angelina Rose Certified Reader

team

Taylor Swift Event Creator

team

Michel Brown Internet Specialist

মঙ্গলদীপ সেবাশ্রম সংঘের প্রয়াস:-

  • চাকরি নির্ভর শিক্ষা ব্যবস্থা থেকে আত্মনির্ভর শিক্ষা ব্যবস্থার জন্য গুরুকূল নির্মান।
  • আধুনিক ঔষধ নির্ভর স্বাস্থ্যকে প্রকৃতি নির্ভর স্বস্থ্যে পরিবর্তন।
  • প্রাকৃতিক কৃষি এবং নিরাপদ খাদ্যকে ইন্টিগ্রেটেড করে বিকাশ মডেল নির্মান।
  • গোপালন ব্যবস্থা নির্মান এবং গো আধারিত সামগ্রী নির্মানের প্রশিক্ষন ব্যবস্থা।
  • গ্রামে গ্রামে ভজন কেন্দ্র গঠন করে গ্রাম জ্ঞান কেন্দ্র নির্মান।
  • নেশামুক্ত সমাজ গঠনের নিত্য এবং নৈমিত্তিক প্রকল্প।
  • মাতৃশক্তি পাঁচাররোধে জনজাগরন প্রকল্পো।
  • ফলের গাছ লাগানো এবং তার মালি নির্মান প্রকল্পো।
  • আইন সচেতন শিবির পরিচালনা।
  • প্লাষ্টিক ব্যবহারের বিধি এবং সাবধানতা শিবির পরিচালনা।
  • বৃদ্ধাশ্রমমুক্ত ভারতীয় যৌথপরিবার ব্যবস্থা সচেতন শিবির পরিচালনা।
  • "কৃষি ও ঋষি যাত্রা" - কৃষি সংস্কৃতি, ঋষি দর্শন, সনাতন অর্থনীতি এবং গোত্রসংস্কার।
আমাদের সাথে যুক্ত হোন
logo

Welcome to Mangaldeep Sevashram Sangha, a sanctuary where service meets spirituality, and tradition aligns with progress

Charitify Location

  • baniakharimangaldeep@gmail.com
  • +91 9679371908 / +91 7908059429
  • www.swamimangalanandajee.in
  • Tripalijote Baniakhari, Nemai, Matigara,
    Dist - Darjeeling, Pin - 734010, W.B.